দেশ

‘এই সমনকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অবিলম্বে প্রত্যাহার করুন’, তলবের দিনই ইডিকে চিঠি কেজরিওয়ালের

অবিলম্বে সমন প্রত্যাহার করুন, তলবের দিনই ইডিকে চিঠি লিখে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই চিঠিতে এই সমনকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও কটাক্ষ করেছেন আপ প্রধান। আজই আবগারি দুর্নীতি মামলায় তাঁকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তনন্তকারী সংস্থা। এই মামলাতেই এখন জেল হেফাজতে রয়েছেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়া। গতকাল সাংবাদিক বৈঠক করলেও ইডির নোটিস নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি কেজরিওয়াল। তাই তাঁর হাজিরা নিয়ে জল্পনা তৈরি হয়। আজই তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করা হয়েছে আপের তরফে।