ক্রাইম দেশ

ডেটিং অ্যাপেই আলাপ! দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার কেরালার এক নাবালক

ডেটিং অ্যাপে বন্ধুত্ব পাতানোর বড় মাসুল দিতে হল নাবালককে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, দুই বছরে অন্তত ১৪ জন পুরুষ ওই কিশোরকে যৌন নির্যাতন করেছে। তারা আরও জানিয়েছে, এই ঘটনায় দুই সরকারি কর্মচারী-সহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিত কিশোরের বাড়ি কাসারগড় জেলার চান্দেরা গ্রামে।জেলার এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন তাকে তার বাড়িতে তো বটেই, এ ছাড়াও কান্নুর এবং কোঝিকোড় জেলার বিভিন্ন স্থানে দুই বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিক ভাবে যৌন নির্যাতন করা হয়েছিল। অন্তত ১৪ জন পুরুষ এই অত্যাচারের সঙ্গে জড়িত। তাদের বয়স ২৫ থেকে ৫১ বছরের মধ্যে। একজন আবার সরকারি কর্মচারী, কাজ করেন ভারতীয় রেলে। এই অত্যাচারের কথা কোনওদিন তার মাকে মুখ ফুটে বলতে পারেনি ছেলেটি। কিন্তু দিন কয়েক আগে তার মা এক ব্যক্তিকে তাদের বাড়িতে দেখতে পেয়েছিলেন। তাঁকে দেখেই ওই ব্যক্তি ছুটে পালিয়ে গিয়েছিল। এর পরে ছেলেটিকে তার মা জিজ্ঞেস করেছিলেন ওই ব্যক্তি কে, কেন তাঁকে দেখে পালাল সে? এর পরেই মাকে পুরোটা খুলে বলে ছেলেটি। তাঁর মা চাইল্ড লাইনে অভিযোগ জানান। তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ জানিয়েছে, গত দুই দিনে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বা POCSO আইনে ১৪টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একজন ডেপুটি সুপার এবং চারজন ইনস্পেক্টরকে নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তারা এই ১৪টি মামলার মধ্যে আটটির তদন্ত করবে। বাকি মামলাগুলি কোঝিকোড় এবং কান্নুর জেলায় স্থানান্তর করা হয়েছে।