দেশ

একটানা ভারী বৃষ্টির জেরে কেরলে ভয়াবহ ভূমিধস, মৃত ২৪, নিখোঁজ বহু

একটানা বর্ষণের জেরে কেরলের ভয়াবহ ভূমিধস নামে। ভয়াবহ ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে ২৪ জনের। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। সেই সঙ্গে বহু মানুষ আটকে রয়েছেন ভূমিধ্বসের জেরে। ফলে একটানা বৃষ্টির জেরে দক্ষিণের এই রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়েনাড়ের মেপ্পাডি, মুন্ডাক্কাই, চূরাল মালা জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কেরল নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। কেরলে যখন ভয়াবহ ভূমিধস নামে, তার খবর পেয়েই ট্যুইট করেন প্রধানমন্ত্রী মোদি । কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী ।