জেলা

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বজ্রাঘাতে মৃত ২, গুরুতর আহত ৩

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে বজ্রাঘাতে মৃত দুই, আহত তিন। শুক্রবার দুপুরে পাট কাটার সময় হটাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ায় মৃত্যু হয় দুজনের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ১১ নম্বর অঞ্চলের কলা গ্রামে। মৃত দুজনকে কেশপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আহতরা কেশপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বারবার সতর্ক করে সাধারণ মানুষকে বলা হচ্ছে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে থাকবেন না। আকাশ কালো মেঘে ঢেকে এলে এবং বজ্রপাত শুরু হলে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। এই নিয়ে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকেও। কিন্তু তারপরে অফিস দিচ্ছে না গ্রামের বেশ কিছু মানুষজনের। ফলে অঘটন ঘটছে প্রতিনিয়ত। যার বলি হতে হলো কেশপুরের দু’জনকে।