অবশেষে রবিবার পঞ্জাবের মোগায় একটি গুরুদ্বারের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে। ‘গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন তিনি। ওয়ারিশ পঞ্জাব দে’-এর নেতা অমৃতপালকে গ্রেফতার করতে কালঘাম ছুটে গিয়েছিল পুলিশের। অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি থাকা সঙ্গীকে ছাড়ানোর জন্য হামলা চালান অমৃতপাল ও পপলপ্রীত সিং। সেই হামলায় আহত হন একাধিক পুলিশ কর্মী। তারপর থেকেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। একাধিক বার পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলেন অমৃতপাল। খলিস্তানি এই নেতাকে ধরতে নেমে একে একে তাঁর ৯ সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ অমৃতপালের স্ত্রী কিরণদীপ কাউরকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। গত, বৃহস্পতিবার অমৃতসর বিমানবন্দরেই আটকানো হয় কিরণদীপকে। পঞ্জাব পুলিশ জানায়, খলিস্তানপন্থী নেতার স্ত্রীকে এখনই আটক করা হয়নি। অভিবাসী দপ্তরে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। এর মাঝেই আজ, রবিবার গ্রেফতার করা হয়েছে অমৃতপালকে। ইতিমধ্যেই তাঁকে নিয়ে অসমের ডিব্রুগড়ে যাচ্ছে পুলিশ। ডিব্রুগড়ের সেন্ট্রাল জেলেই রাখা হবে অমৃতপালকে। সেখানেই রয়েছেন স্বঘোষিত ধর্মগুরু অমৃতপাল সিংয়ের কাকা হরজিৎ সিং এবং তাঁর গাড়ির চালক হরপ্রীত সিং সহ বাকি সঙ্গীরা। নানা সূত্রে দাবি করা হয়, ‘ওয়ারিশ পাঞ্জাব দে’-এর নেতা অমৃতপাল আত্মসমপর্ণ করেছেন। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছেন পঞ্জাব পুলিশের আইজিপি। অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে বলেই স্পষ্ট জানিয়েছেন তিনি। অমতৃপালের গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই সকল নাগরিককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।