প্রবল শিলাবৃষ্টির জেরে রেলশহর খড়গ্পুর যেন হয়ে উঠল ‘কুলু, মানালি’! শিলাবৃষ্টির জেরে বরফের পুরু স্তর রাস্তায়। এমনকি গাছে, গাড়ির উপরও! এমনকি শিলাবৃষ্টির পর শিলায় ঢাকা খড়গ্পুর আইআইটি চত্বরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ‘লো বাজেটের মানালি ট্যুর’ বলেও! শুধু শিলাবৃষ্টি হওয়ায়-ই নয়, সঙ্গে ব্যাপক ঝড়ও হয় রেলশহরে। যার জেরে রাস্তার উপর উপড়ে এসে পড়ে গাছ। এমনকি উলটে যায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পার। ভেঙে পড়ে সাইনবোর্ডের বড় লোহার কাঠামো পর্যন্তও। এলাকাবাসীর কথায়, খড়গ্পুরবাসী বহুদিন এমন ঝড়বৃষ্টি দেখেনি। কিছুক্ষণের ঝড়বৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড চেহারা নেয় খড়গপুর শহরের বিভিন্ন এলাকা। শিলাবৃষ্টি দাপটে খড়গ্পুর পুরিগেট ফ্লাইওভারের নীচে ইঞ্জিনের প্যান্টোগ্রাফের উপর গাছ পড়ে আটকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। প্রায় ১ ঘণ্টা আটকে থাকে করমণ্ডল এক্সপ্রেস। খড়গ্পুরের পাশাপাশি, ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকেও ব্যাপক শিলাবৃষ্টি হয় মঙ্গলের সন্ধ্যায়।
