খেলা

৩৭ রানে রাজস্থানকে হারালো কলকাতা নাইট রাইডার্স

টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স৷ প্রথমে আবুধাবিতে সানরাইজার্সের বিরুদ্ধে রান তাড়া করে সাত উইকেটে জয়৷ আর বুধবার দুবাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানে জয়৷ গ্যালারিতে বসে নাইটদের এই জয় উপভোগ করলেন কিং খান৷ ১৭৫ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে রাজস্থান রয়্যালস৷ এ দিন টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ৷ কেকেআর-এর হয়ে এ দিন ওপেন করতে নেমে সর্বোচ্চ রান করেন শুভমান গিল (৪৭)৷ শেষ দিকে ২৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন অইন মর্গ্যান ৷ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেও ওপেন করতে নেমে ব্যর্থ হলেন সুনীল নারিন৷ ক্যারিবিয়ান ওপেনার শুরুতে রানের গতি বাড়াতে না পারলেও তিনি ফেরার পরে ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছিলেন শুভমান গিল এবং নীতিশ রানা৷ একটা সময়ে মাত্র ১ উইকেট হারিয়ে ৮ ওভারে ৬৬ তুলে ফেলেছিল কেকেআর৷ কিন্তু প্রথমে নীতিশ রানা এবং তার পরে জোফ্রে আর্চারের বলে শুভমান গিল ফিরতেই ফের যেন থমকে যায় কলকাতার রান ওঠার গতি৷ ৩৪ বলে ৪৭ রান করে আউট হন গিল৷ প্রতি ম্যাচেই দলকে ভরসা দিচ্ছেন তিনি৷ কিন্তু দলের চিন্তা বাড়াচ্ছেন সুনীল নারিন৷ ১৪ বল খেলে ১৫ রান করেন তিনি ৷ তবে এ দিন দীনেশ কার্তিক, অইন মর্গ্যানদের আগেই ব্যাট করতে আসেন আন্দ্রে রাসেল ৷ শুরুটাও ভালই করেছিলেন তিনি৷ কিন্তু ১৩ বলে ২৪ রান করার পর অঙ্কিত রাজপুতের বলে জয়দেব উনাদকাটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৷ এ দিনও ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক দীনেশ কার্তিক৷ ফলে পর পর উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে যায় কেকেআর৷ থমকে যায় রান ওঠার গতিও৷ রাজস্থানের এদিন সবথেকে সফল বোলার জোফ্রে আর্চার৷ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি৷ দুরন্ত বোলিং নাইটদের৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন কেকেআরের ম্যাচ দেখতে চলে আসেন সস্ত্রীক শাহরুখ খান। সঙ্গে ছেলে আরিয়ানও রয়েছেন।