কলকাতা

কলকাতা বইমেলার জন্য চলবে বাড়তি বাস ও মেট্রো

৪৬তম কলকাতা বইমেলার উদ্বোধন হবে ৩০ জানুয়ারি। প্রথমত কোভিড কালের পরে এই বইমেলায় আসার জন্য যেমন বইপ্রমীরা উৎসাহিত হবেন, তেমনই শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধনের পরে শহরতলির বইপ্রেমীদেরও আসতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন প্রত্যেকে। সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গার প্রচুর বাস চললেও মেট্রো স্টেশন এর সুবিধা থাকায় এ বছরের “ফুটফল” বাড়বেই, দাবি প্রশাসনেরও। তবে তা সত্ত্বেও বেশ কিছু চিন্তা ছিল গিল্ডের কর্তাদের। বইমেলার সব থেকে বেশি ভিড় হয় সপ্তাহের ছুটির দিন অর্থাৎ রবিবার। এই দিনেই ভিড় উপচে পড়ে সল্টলেকের বইমেলার প্রাঙ্গণে। তবে রবিবার করে ইস্ট ওয়েস্ট মেট্রো বন্ধ থাকায় কিছুটা চিন্তা ছিল গিল্ডের কর্তাদের। কয়েকদিন আগে গিল্ডের তরফে চিঠিও দেওয়া হয় মেট্রো কর্তৃপক্ষকে। বইমেলার মধ্যে যে রবিবার গুলি পড়বে সেই দিনগুলিতে মেট্রো চালানোর অনুরোধ করেন তাঁরা। শুক্রবার মেট্রোর তরফে ঘোষণা করা হয় যে বইমেলার মধ্যে যে দুটি রবিবার পড়েছে সেই দুদিনই ইস্ট ওয়েস্ট মেট্রো চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ। ৫ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি মেট্রো চলাচল করবে শিয়ালদা এবং সেক্টর ফাইভ এর মধ্যে। মোট ৮০টি ( ৪০টি আপ এবং ৪০ টি ডাউন) মেট্রো চলাচল করবে এই দুদিন। দুপুর ১২:৫০-এ শিয়ালদহ থেকে এবং দুপুর ১ টায় সেক্টর ৫ থেকে প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো অন্যান্য দিনের মতো ৯:৩৫ এবং ৯ঃ৪০ এ ছাড়বে যথাক্রমে শিয়ালদা এবং সেক্টর ৫ থেকে। ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। অন্যদিকে এবার বয়স্ক মানুষদের দেওয়া হবে বই। এছাড়াও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের,পথ শিশুদের বাসে করে নিয়ে এসে বই দেওয়া হবে। এবারও লটারি থাকবে। গতবার ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। ২৪ কোটি টাকার বই বিক্রি হয়েছিল গতবার। এবার ১৭ টি স্প্যানিশ পাবলিশিং গ্রুপ আসছে। স্প্যানিশ লোকজন সোমবার এখানে উদ্বোধনের পরে নাচ-গান করবেন। এবার বই মেলা প্রাঙ্গণে পুলিশের স্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে। স্থায়ীভাবে গ্রিল্ডের অফিস তৈরি হয়েছে। এবার লিটিল ম্যাগাজিন প্রকাশকদের স্টল তৈরি হয়েছে। বই মেলার মাঠের বাইরে খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে।সেখানে মাঠের দুপ্রন্তে খাবারের স্টল থাকবে। যথেষ্ট পরিমাণে শৌচালয় এর ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল এই বই মেলা উপলক্ষে স্প্যানিশ ফিল্ম  ফেস্টিভ্যাল হবে। নন্দনে ৫:১৫ মিনিটে শুরু হবে ফিল্ম ফেস্টিভ্যাল। বই মেলা উপলক্ষে রবিবার মেট্রো সকাল থেকে চলবে। রাত ৯:৪৫ মিনিটে শেষ মেট্রো। ইন্টারনেট সার্ভিসের যথেষ্ট ব্যবস্থা থাকছে।