কলকাতা

অফিস টাইমে ফের বন্ধ মেট্রো পরিষেবা

ফের মেট্রো-বিভ্রাট ৷ দিনের ব্যস্ত সময়ে ব্যাহত হল মেট্রো পরিষেবা । যান্ত্রিক ত্রুটির জন্য আপাতত নোয়ারাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা বন্ধ আছে । নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক পরিষেবা পাওয়া যাচ্ছে । এর জেরে চরম ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের ৷ মেট্রো সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টার কিছু পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ব্লু লাইনে ৷ বন্ধ করে দেওয়া হয় নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা । পরিষেবা আবার কখন স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ । আপাতত যাত্রীদের নোয়াপাড়া এসে ব্লু লাইনের মেট্রো ধরতে হচ্ছে । এর ফলে অফিস বা কাজে বেরিয়ে নাজেহাল হচ্ছেন সাধারণরা ৷ যাত্রীদের কথায়, কেবল আজ নয়, এটি নিত্যদিনের ব্যাপার হয়ে গিয়েছে কলকাতা মেট্রোরেলের ক্ষেত্রে ৷ বিশেষত ব্লু লাইনে ৷ প্রায় দিনই দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বিঘ্নিত হচ্ছে ৷ এমনিতে সংস্কার কাজের জন্য কবি সুভাষ পর্যন্ত যাচ্ছে না মেট্রো ৷ তার উপর মেট্রো বিভ্রাট মানুষের ভোগান্তি কয়েকগুন বাড়িয়ে দিয়েছে ৷ লক্ষ লক্ষ মানুষ যাতায়াতের জন্য মেট্রোর উপর নির্ভরশীল ৷