কলকাতা

যৌনকর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে ধৃত ২

গত জুলাই মাসে সোনাগাছির দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এক যৌনকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে অবশেষে উত্তরপ্রদেশ থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করল বড়তলা থানার পুলিশ। ধৃতদের নাম মনীষ সিং এবং সুরেশ সিং । তাদের আজ শিয়ালদা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা । শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷বড়তলা থানা সূত্রের খবর, উত্তর কলকাতার সোনাগাছির দুর্গাচরণ মিত্র স্ট্রিটে সম্প্রতি খুন হন এক যৌনকর্মী । রাতে রাস্তা থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় । এরপরেই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং গোপন সূত্রে দু’টি মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে জানা যায় যে অভিযুক্তরা উত্তরপ্রদেশের রায়বরেলিতে রয়েছে । গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের রায়বরেলির উদ্দেশ্যে রওনা দেয় বড়তলা থানার একটি বিশেষ প্রতিনিধি দল । এখানকার স্থানীয় থানার সাহায্যে অভিযুক্ত মনীষ সিং এবং সুরেশ সিং নামে দুই যুবককে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনে পুলিশ ৷ জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে ট্রেন পথে হাওড়া স্টেশনে আসে ওই দুই যুবক । এরপরেই তারা সরাসরি চলে যায় সোনাগাছির দুর্গাচরণ মিত্র স্ট্রিটে । এক যৌনকর্মীর সঙ্গে ওই দুই যুবকের টাকা-পয়সাকে কেন্দ্র করে বচসা শুরু হয় । একটি ধারালো অস্ত্র দিয়ে ওই যৌনকর্মীকে কার্যত রাস্তায় ফেলে কুপিয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় দুই অভিযুক্ত । ঘটনার পর তদন্তে নামে স্থানীয় বড়তলা থানার পুলিশ । এরপর স্থানীয় দুর্গাচরণ মিত্র স্ট্রিটে এলাকার সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রে পুলিশ অভিযুক্তদের সম্পর্কে জানতে পারে ।