কলকাতা

বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের এসটিএফ, বিহারে অভিযান চালিয়ে হদিশ অস্ত্র কারখানার

বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের এসটিএফ। এবার বিহারের একটি অস্ত্র কারখানায় হানা দিয়ে অস্ত্র উদ্ধার করল তারা। মঙ্গলবার বিহারের পূর্ণিয়া জেলার ধামদাহা থানা এলাকায় বিহার এসটিএফকে নিয়ে এই অভিযান চালায় তারা। অস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে এই কাজে যুক্ত অভিযুক্তদের। এসটিএফ জানিয়েছে, অভিযানে ২০টি ‘সেমিফিনিশড’ ৭ মিমি পিস্তল এবং ১টি পাইপগান ছাড়াও ২টি মিলিং মেসিন, ৩টি ড্রিলিং মেসিন এবং ২টি গ্রাইন্ডিং মেসিন এবং অন্যান্য যন্ত্রপাতি ছাড়াও পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র তৈরির অন্যান্য জিনিসপত্র। আগ্নেয়াস্ত্র তৈরির কাজে অভিযুক্ত তিনজন পুরুষ এবং দু’জন মহিলা কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে। যে বাড়িতে এই কারখানা চলছিল সেই বাড়ির মালিক সৌরভ চৌধুরী এবং সানি চৌধুরী এখনও পলাতক বলে জানা গেছে।