শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগেই ওই একই দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় জামিন পান কুন্তল ঘোষ। এবার আজ, শুক্রবার সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। যার ফলে জেলমুক্তি হবে কুন্তলের। জামিন পেলেও কুন্তল কোনও পদে বসতে পারবেন না। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে সাংবাদমাধ্যমের কাছে মুখও খুলতে পারবেন না তিনি। এদিন জামিন দিয়ে কুন্তলের আইনজীবীকে এমনটাই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট। কয়েকদিন আগেই ওই একই দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় জামিন পান কুন্তল ঘোষ। এবার আজ, শুক্রবার সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। যার ফলে জেলমুক্তি হবে কুন্তলের। তবে এদিন কুন্তলকে জামিন দেওয়ার সময়ে বেশ কিছু শর্ত আরোপ করে শীর্ষ আদালত। তাতে বলা হয়েছে, জামিন পেলেও কুন্তল কোনও সরকারি পদে বসতে পারবেন না। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে সাংবাদমাধ্যমের কাছে মুখও খুলতে পারবেন না তিনি। পশ্চিমবঙ্গের বাইরে যেতে হলে তদন্তকারী সংস্থাকে আগাম জানাতে হবে। এদিন জামিন দিয়ে কুন্তলের আইনজীবীকে এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।