কলকাতা

তিলজলা কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেপ্তার ২০, প্রস্তুতির জন্য নয়া নির্দেশ লালবাজারের

 টিয়ার গ্যাস, হেলমেট, লাঠি , ঢাল পর্যাপ্ত পরিমাণে রাখার নির্দেশে সব ডিভিশনকে। লালবাজার থেকে সব ডিভিশনে পাঠানো একটি নির্দেশ বলা হয়েছে, যেকোনও আইনশৃঙ্খলা জনিত পরিস্থিতির আগে পর্যাপ্ত পরিমাণে গ্যাস গান, টিয়ার গ্যাস বা টিয়ার গ্রেনেড ডিভিশনে আছে কিনা তা প্রত্যেক ডিসিকে রিভিউ করতে হবে। সেই সঙ্গে যথেষ্ট সংখ্যায় হেলমেট, ঢাল এবং লাঠি আছে কিনা তাও রিভিউ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। জয়েন্ট সিপি (ট্রেনিংকে) টিয়ার গ্যাস ফায়ারিংয়ের ট্রেনিং দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের এই নির্দেশে। যে কোনও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যাতে ডিভিশনে র‍্যাপিড কম্পোজিট টিম প্রস্তুত থাকে সে বিষয়েও নিশ্চিত করতে বলা হয়েছে লালবাজারের তরফে। সোমবার দুপুর ১২টা থেকে বন্ডেলগেটে অবরোধ শুরু করেন কযেকশো লোক। তিলজলার থানার পাশাপাশি গরফা, বেনিযাপুকুর, কড়েয়া, কসবার মতো একাধিক থানার ওসি এবং দুজন এসি ছিলেন। ছিল বড় পুলিশ বাহিনী। জানা গেছে এখনও পর্যন্ত তিলজলা কাণ্ডে ২০জনকে গ্রেফতার ক রা হয়েছে।