টানা বৃষ্টির কারণে এবারও ধস নামল উত্তর সিকিমে । প্রবল বৃষ্টি এবং ধসের জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের রাস্তা । জলের স্রোতে রাস্তার একটি বড় অংশ ভেঙে ভেসে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাংকেলান এবং ফিডাংয়ের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা । ফলে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক । ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সাংকেলান সেতুর কাছে আটকে পড়ে পর্যটকদের শতাধিক গাড়ি । বড় বিপদের আশঙ্কায় মঙ্গন জেলা প্রশাসনের তরফে গাড়িগুলিকে বিডিও অফিসের পার্কিংয়ে নিয়ে যাওয়া হয় । এই পরিস্থিতিতে এদিনও উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াতে পারমিট দেওয়া হয়নি । অনলাইনে আগাম যাঁরা পারমিট নিয়েছেন, তাও বাতিল করা হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক না হলে পারমিট ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে । এদিকে, বিকল্প পথে পর্যটকদের নিয়ে যেতে গেলে ডিজঙ্গুর রাস্তাতেও একাধিক ধসের কারণে আটকে পড়েন পর্যটকরা । কিছু গাড়িতে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও অনেকে আতঙ্কের কারণে সেখানেই আটকে পড়েন । ইতিমধ্যে লাচেন ও লাচুংয়ের রাস্তা মেরামতের কাজ শুরু করেছে সিকিম প্রশাসন । আটকে থাকা পর্যটকদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল । ফিডাং ও সাংকেলান রাস্তা মেরামতের পরে ঘুরিয়ে গ্যাংটকে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে । এই বিষয়ে মঙ্গন জেলার প্রশাসনিক আধিকারিক দাওয়া লেপচা বলেন, “রাত থেকে শতাধিক গাড়ি সাংকেলানে আটকে ছিল । তাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে । সড়ক মেরামতের কাজও শুরু হয়েছে । তবে লাচেন ও লাচুংয়ের পারমিট সাময়িক বন্ধ রাখা হয়েছে ।”
