গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন। সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৯১ জন রোগীর। সুস্থ হয়েছেন ৮ হাজার ৬১২ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯৭৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আজ এই তথ্য জানানো হয়েছে।
#Unite2FightCorona#LargestVaccineDrive
𝐂𝐎𝐕𝐈𝐃 𝐅𝐋𝐀𝐒𝐇https://t.co/WVlLUfKBun pic.twitter.com/BT1XMjrD1O
— Ministry of Health (@MoHFW_INDIA) December 3, 2021