গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২২ জন। যা ৫৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন। দৈনিক মৃত্যুর সংখ্যা ২২০ । সুস্থ হয়েছেন ১০ হাজার ৪ জন। করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৭৫৭ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৫ হাজার ১৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আজ, মঙ্গলবার বার এই তথ্য জানানো হয়েছে।
#Unite2FightCorona#LargestVaccineDrive #OmicronVariant
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/urAq6j99aW pic.twitter.com/ksMMiUpJM7
— Ministry of Health (@MoHFW_INDIA) December 7, 2021