কলকাতা

আজ মরশুমের শীতলতম দিন, কলকাতার তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

আজ মরশুমের শীতলতম দিন । পারদ-পতনও হল রেকর্ড মাত্রায়।  আজ শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রার পারদ নামল ১০.০৯ ডিগ্রিতে। শেষ ২০১৮ সালে তাপমাত্রা নেমেছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের পর এই দশ বছরে এই নিয়ে দ্বিতীয়বার ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা তিলোত্তমায়। এদিন সকাল থেকেই কুয়াশায় মোড়া ছিল পথঘাট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি নীচে। গত দশ বছরে এই নিয়ে দ্বিতীয় বার ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা নামল কলকাতায়। এর আগে ২০১৮ সালে ১১ ডিগ্রিতে নেমেছিল শহর কলকাতার তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তা আজ সকালে ২ ডিগ্রি নেমে যায়। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ। যেটা নরমালের চেয়ে তিন ডিগ্রি কম ।আগামীকালও কলকাতার ক্ষেত্রে ১১ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।কারণ উত্তরমুখী স্ট্রং উইন্ড আছে। তার ফলে কোনরকম কোন বাধা না পেয়ে সরাসরি আমাদের রিজেন চলে আসছে জম্মু-কাশ্মীর ,ইউপি, বিহার হয়ে ঠান্ডা হাওয়া। হাওয়া অফিসের দাবি, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে প্রায় একই রকম থাকবে। তবে রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহবিদরা। ফলে আগামী শনিবার পর্যন্ত  রাজ্যে বজায় থাকবে শীতের এই আমেজ। অন্যদিকে শীতের দাপট অব্যাহত রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। বেশ কয়েকটি জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ৭-৮ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের পাশাপাশি, জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। আজ দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রিতে। কালিম্পংয়ে তাপমাত্রা ৭ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়াতে ৬.৪ ডিগ্রি এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় চেঞ্জ নেই।