সম্প্রতি বিজেপির দুই মুখপাত্রের মন্তব্য নিয়ে চর্চা চলছে দেশজুড়ে। সেই আঁচ গিয়ে পড়েছে বিদেশেও । সেই রেশকে ব্যবহার করেই রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে জনজীবনের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে তৃণমূল । ১৬ বাম ও সহযোগী দলের জরুরি বৈঠক শেষে বিমান বসু একটি বিবৃতি দিয়ে এমনই দাবি করেছেন । বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় ১৬টি বামপন্থী ও সহযোগী দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্রের বিজেপি সরকার দেশের শ্রমজীবী জনগণের ঐক্য ভাঙতে নানা আঘাত হানছে বলে অভিযোগ এনে সভায় আলোচনা হয় । কিছুদিন আগে বিজেপি’র দুই মুখপাত্রের বিতর্কিত মন্তব্য ঘিরে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ বামেদের দাবি, পশ্চিমবঙ্গেও এ রাজ্যের শাসক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় বিভিন্ন জেলার অশান্তির ঘটনার ঘটছে ৷ এ সবই হচ্ছে জনগণের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে । তাদের দাবি, এই পরিস্থিতিতে বামপন্থী ও সহযোগী দলসমূহ এই অপকৌশল সম্পর্কে সচেতন থেকেই শ্রমজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ উদ্যোগী ভূমিকা পালনের কথা ঘোষণা করেছে।