রাজ্যে দিন দিন বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় নির্বাচন কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলল বামফ্রন্ট নেতৃত্ব । বর্তমান কোভিড পরিস্থিতিতে নির্বাচন নিয়ে পর্যালোচনা চেয়ে কমিশনের কাছে সর্বদলীয় বৈঠক চেয়ে চিঠি দিল বামফ্রন্ট। বিমান বসুর স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, সমগ্র দেশে এবং রাজ্যে কোভিড সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। রাজ্য সরকার কনটেনমেন্ট জোন ঘোষণা করে সাধারণ মানুষের চলাফেরার উপর নিয়ন্ত্রণ করছে। ফলে, চারটি পৌরনিগম নির্বাচনের প্রার্থীরা অবাধ প্রচারের সুযোগ পাচ্ছেন না । ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৫০০ জনের পরিবর্তে ২০০ জন নিয়ে সভা করার অনুমতি দেওয়া হয়েছে । রাজনৈতিক দলের কর্মী এবং প্রার্থীরা করোনা আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় বর্তমান স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিস্থিতি কতটা অবনতি ঘটতে পারে তা বোঝার চেষ্টা হোক । অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডেকে এই পরিস্থিতিতে নির্বাচন সংগঠিত করার প্রশ্নে আলোচনা প্রয়োজন বলে বামফ্রন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে । ৩ বছর ধরে বকেয়া পৌর নির্বাচন পড়ে রয়েছে । যা নিয়ে বারবার সরব হয়েছে বামফ্রন্ট । কিন্তু রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে চায়নি বলে অভিযোগ বামফ্রন্টের । বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে সর্বদল বৈঠক প্রয়োজন বলে দাবি করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।