কলকাতা জেলা

ভ্যাপসা গরমে অস্বস্তি! দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস

ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি দক্ষিণবঙ্গে । সকাল থেকে প্রচন্ড গরম। দুপুরে রোদের হলকা এবং গরম বাতাসে বাইরে বেরোনো কঠিন হয়ে উঠছে । রাতেও অস্বস্তি কমছে না । উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গ এখনও প্রবেশ করেনি । ফলে দক্ষিণবঙ্গ যখন জ্বলছে তখন উত্তরবঙ্গে বানভাসি পরিস্থিতি । আজ সন্ধ্যায় হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা । মঙ্গলবার দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে । হাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী কয়েকদিন মূলত দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় গরম ও আর্দ্রতা বাড়বে । তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় গরম বাড়বে । মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও দুই 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম অব্যাহত থাকবে ।‌ আজ মঙ্গল ও আগামিকাল বুধবার কলকাতা, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে গরম আরও বাড়বে । ‌আর দু থেকে তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের চার জেলায় তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কলকাতায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি গরম অব্যাহত থাকবে । বুধবার বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।