Uncategorized

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রিপোর্ট পেশের সময়সীমা বৃদ্ধি

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রিপোর্ট পেশ করার সময়সীমা বৃদ্ধি করা হল ৷ আগামী বাজেট অধিবেশন অর্থাৎ 2025 সালের প্রথম সংসদীয় অধিবেশনের শেষ দিনে এই রিপোর্ট পেশ করতে পারবে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি) ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এই প্রস্তাবনা গৃহীত হয় লোকসভায় ৷ ওয়াকফ সংশোধনী বিল বিষয়ক জেপিসির চেয়ারম্যান বিজেপি নেতা জগদম্বিকা পাল লোকসভায় এই প্রস্তাবনা পেশ করেন ৷ পরে ধ্বনিভোটের মাধ্যমে তা গৃহীত হয় ৷ বুধবার, সংসদীয় অধিবেশনের তৃতীয় দিনে এনিয়ে তুলকালাম কাণ্ড বাধে সংসদের নিম্নকক্ষে ৷ জগদম্বিকা পাল দাবি করেন যে কমিটির খসড়া রিপোর্ট তৈরি আছে ৷ এরপরই বিরোধীরা ওয়াকআউট করেন ৷ বিজেপি বিরোধী শিবির প্রথম থেকেই ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে আসছে৷