ডেরেকের পর লোকসভা থেকেও সাসপেন্ড আরও ১৪ জন বিরোধী দলের সাংসদকে
Posted onAuthorবঙ্গনিউজComments Off on ডেরেকের পর লোকসভা থেকেও সাসপেন্ড আরও ১৪ জন বিরোধী দলের সাংসদকে
রাজ্যসভার পর এবার লোকসভা ৷ একদিনে ১৪ সাংসদকে বরখাস্ত করা হল লোকসভা থেকে ৷ লোকসভার শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য আরও ১৪ জন সাংসদকে এদিন সাসপেন্ড করার প্রস্তাব আনেন কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷
মঙ্গলবার সকালে, কুয়াশার কারণে নয়ডা এবং পশ্চিম উত্তরপ্রদেশের অন্যান্য এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। দুইজন বাইকার নিহত, আহত হয়েছেন একাধিক মানুষ, এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। দিল্লি এবং আশপাশের অঞ্চলে বায়ু মানের পরিস্থিতি খারাপ হওয়ায় দৃশ্যমানতা কমে গিয়েছিল, যার ফলে একাধিক দুর্ঘটনা ঘটেছিল, বিশেষত জাতীয় মহাসড়কগুলিতে। ইন্টারনেটে এমন দুর্ঘটনার অনেক দৃশ্যও প্রকাশিত হয়েছে। এক ব্যক্তি দৃশ্য জানিয়েছেন, “আমরা […]
জম্মু ও কাশ্মীরের কুলগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর জওয়ানদের গুলির লড়াই শুরু হয় শুক্রবার সন্ধ্যায় ৷ এই ঘটনায় তিন জওয়ান গুরুতর জখম হয়েছিলেন ৷ পরে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷
জিএসটি আদায়ের ক্ষেত্রে নয়া রেকর্ড। গত এপ্রিল মাসে দেশে জিএসটি খাতে কোষাগারে জমা পড়েছে এক লক্ষ ৮৭ হাজার কোটি ৩৫ লক্ষ টাকা। গত ২০২২ সালের এপ্রিল মাসে জিএসটি বাবদ আদায় হয়েছিল এক লাখ ৬৮ হাজার কোটি টাকা। এতদিন জিএসটি আদায়ের ক্ষেত্রে সেটিই ছিল রেকর্ড। সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশে […]