দেশ

ডেরেকের পর লোকসভা থেকেও সাসপেন্ড আরও ১৪ জন বিরোধী দলের সাংসদকে

রাজ্যসভার পর এবার লোকসভা ৷ একদিনে ১৪ সাংসদকে বরখাস্ত করা হল লোকসভা থেকে ৷ লোকসভার শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য আরও ১৪ জন সাংসদকে এদিন সাসপেন্ড করার প্রস্তাব আনেন কেন্দ্রীয় সংসদীয়মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷