রাজ্যের নতুন লোকায়ুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী এক বৈঠকের পর ওই ঘোষণা করেন। তিনি জানান, এছাড়াও এদিনের বৈঠকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত করা হয়েছে। নতুন চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।একই সঙ্গে এদিন তথ্য কমিশনার হিসেবে রাজ্যের প্রাক্তন ডিজি বীরেন্দ্রর নাম চূড়ান্ত হয়েছে। আর এক প্রাক্তন আইপিএস অফিসার নবীন কুমার তথ্য কমিশনের সদস্য হচ্ছেন। ফের বিজ্ঞাপন দিয়ে আরও দুটি নাম চাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।দীর্ঘদিন ধরে এই পদগুলি ফাঁকা ছিল। তা নিয়ে বিরোধীরা রাজ্য সরকারের সমালোচনা করে। রাজ্যের দাবি, রাজভবনে ফাইন আটকে রাখা হয়েছিল বলে এই পদগুলি পূরণে এত দেরি হল। প্রথা হল, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিধানসভার অধ্যক্ষের উপস্থিতিতে এই নাম গুলি চূড়ান্ত হয়। সেই মতো নবান্নে বৈঠকে থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরকারি ভাবে আমন্ত্রণও জানানো হয়েছিল। সাধারণত এই বৈঠক বিধানসভাতে বসে। কিন্তু বিরোধী দলনেতা অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়ে আছেন বলে তাঁর বিধানসভায় ঢোকার ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সেই কারণে বিধানসভার বদলে নবান্নে বৈঠকের আয়োজন করা হয়েছিল। শুভেন্দু না থাকায় মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষের উপস্থিতিতেই বৈঠকে নতুন নাম চূড়ান্ত হয়।