আগের নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। যার জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে এখনও ভিজছে রাজ্য। এরই মধ্যেই মায়ানমার আকাশে সৃষ্ট নিম্নচাপ জেরে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি ‘নতুন সিস্টেম’ ভাদ্র মাসের আবহাওয়ায় আগামী 48 ঘণ্টায় বদল নিয়ে আসতে চলেছে ৷ হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে ৷মধ্য মায়ানমার এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে বাতাসের উপরিভাগে ঘনীভূত চক্রবৎ ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার ওপরে রয়েছে ৷ এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশ উপকুল এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে ৷ এরপর এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে ৷ আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গ উপকুল এবং তৎপ্বার্শবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হবে। এর প্রভাবে আজ দুই ২৪ পরগনা ,হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ আগামিকাল অর্থাৎ শনিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কয়েকটি জায়গায়। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। নিম্নচাপ ঘনীভুত হওয়ার কারণে উত্তাল থাকবে সাগর। ফলে মৎস্যজীবীদের ১৫ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷