দেশ

বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল এটিএস, লখনউয়ে গ্রেপ্তার ২ আল-কায়দা জঙ্গি, উদ্ধার বিস্ফোরক

বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল এটিএস (‌অ্যান্টি টেররিস্ট স্কোয়াড)‌‌। লখনউয়ের দুবগ্গা এলাকা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ৷ দু’জনকে কাকোরি রিং রোড এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় । পুলিশের সন্দেহ, ধৃতদের সঙ্গে আল-কায়দার যোগাযোগ থাকতে পারে । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ৷ এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ৷ উত্তরপ্রদেশ এটিএসের দাবি, ঘটনাস্থল থেকে দুটি প্রেসার-কুকার বোমা, একটি অর্ধেক তৈরি টাইম বোম এবং ছয় থেকে সাত কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে । রবিবার সকালে ধরা পড়ল। ঘটনাস্থল থেকে দু’‌টি প্রেসার কুকার বোমা, একটি ডিটোনেটর, ছ’ থেকে সাত কেজির বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছিল বম্ব স্কোয়াড। নিরাপত্তার কারণে আশেপাশের সমস্ত বাড়ি খালি করিয়ে দেওয়া হয়েছিল। ধৃতদের পরিচয় জানানো হয়নি। আইজি গোস্বামী জানিয়েছেন, জেরার পরই পরিচয় খোলসা করা হবে।  এটিএস–এর প্রাথমিক অনুমান, ওই জঙ্গিদের নিশানায় ছিলেন এক জন বিজেপি সাংসদ এবং কয়েক জন বিজেপি নেতা। আর কাদের নিশানা করেছিল তারা, তা জানতে জেরা চলছে।