কলকাতা পুরসভার পিএসি কমিটির চেয়ারপার্সন হলেন সিপিআইয়ের মধুছন্দা দেব। আজ, সোমবার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে মধুছন্দা দেবকে চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করেন। কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা দেব। এদিন চেয়ারপার্সন মধুছন্দা দেব সহ ৭ জনের পাবলিক অ্যাকাউন্টস কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয়। বাকি ৬ সদস্য হলেন, সন্তোষকুমার পাঠক (৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর), আবু মহম্মদ তারিক (১৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর), মিতালী সাহা (৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর), সঞ্চিতা মিত্র (১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর), অরূপ চক্রবর্তী (৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) , অসীমকুমার বোস (৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর)।