আচমকাই হাসপাতালের বেডে শুয়ে থাকা ছবি শেয়ার করেছিলেন টলি অভিনেত্রী মধুমিতা সরকার। এমনিতে তাঁর লাস্যময়ী ছবিই ঝড় তোলে সামাজিক মাধ্যমে। কিন্তু হঠাৎ এমন ছবি দেখে চিন্তায় পড়েছিলেন তাঁর ভক্তরা। সেই ছবির সঙ্গে লেখা ছিল, ‘গুরুতর কিছু হয়েছিল, মিষ্টিভাবে সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ।’ কিন্তু কী হয়েছিল অভিনেত্রীর! জানা গিয়েছে, সম্প্রতি পেটে তীব্র ব্যথা অনুভব করায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। এরপর হয় অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার। চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন মধুমিতা।