কোভিড-১৯ পজিটিভ হলেন হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোপালের চুরায়ু হাসপাতালে চিকিত্সা করা হবে তাঁর। শিবরাজ নিজেই টুইট করে আজ তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর অনুরোধ, বিগত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা সবাই যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং নিজেই টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, কয়েকদিন ধরেই আমার শরীরে করোনা উপসর্গ দেখা যাচ্ছিল। নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। তার রিপোর্ট পজিটিভ এসেছে।’