বিদেশ

তীব্র ভূকম্পনে কেঁপে উঠল দক্ষিণ তাইওয়ান, আহত ২৭

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের দক্ষিণাঞ্চল ৷ এই ঘটনায় ২৭ জন আহত হয়েছেন ৷ তীব্র ভূমিকম্পে কিছু ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গিয়েছে ৷ তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, রাত ১২.১৭ মিনিটে ৬.৪ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের দক্ষিণাঞ্চল ৷ এর কেন্দ্রস্থলটি ছিয়াই কাউন্টি হল-এর ৩৮ কিমি দক্ষিণপূর্বে অবস্থিত এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ৷ এদিকে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূকম্পনের তীব্রতা ৬-এর থেকে কম ৷ চিয়াই এবং তাইনান শহরের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর ৷