দেশ

কথা রাখেননি মহারাষ্ট্র সরকার, প্রতিবাদে মুম্বইয়ের পথে কৃষক লং মার্চ

পাঁচ বছর হয়ে গেল কেউ কথা রাখেননি। না দেবেন্দ্র ফড়নবিশ। না একনাথ শিন্ডে। শিন্ডে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেদিনকার মুখ্যমন্ত্রী ফড়নবিশ এখন ডেপুটি। কৃষকদের কিন্তু সেই পথেই নামতে হয়েছে। মহারাষ্ট্র সরকার সম্পূর্ণরূপে চাষিদের কৃষি ঋণ মকুব, বন অধিকার আইনের যথাযথ রূপায়ণ এবং নদী সংযোগ প্রকল্প তথা বাঁধ নির্মাণের ফলে কৃষিজীবীদের উচ্ছেদ বন্ধ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। হয়েছিল কিন্তু হয়নি। ডবল ইঞ্জিন সরকারও পূরণ করেনি প্রতিশ্রুতি। অন্যদিকে, ২০১৮-র সেই লং মার্চের প্রধান স্থপতি অখিল ভারতীয় কৃষক সভার সভাপতি অশোক ধাওয়ালে সিপিআইএম দলে প্রোমোশন পেয়ে পলিটব্যুরোর সদস্য। অথচ কৃষকরা আছেন সেই তিমিরেই। পেঁয়াজ চাষ করে পেঁয়াজ না কেটেই চোখে জল! ঠিক ৫ বছরের ব্যবধান। সেই মার্চ মাস। আবার ‘লং মার্চ’ শুরু করলেন মহারাষ্ট্রের কৃষকরা। নাসিকের ডিন্ডোরি থেকে রাজধানী মুম্বইয়ের উদ্দেশে সেই পুরনো ১৮০ কিলোমিটারের যাত্রাপথ ধরে। যেন অ্যাকশন রিপ্লে।