মহারাষ্ট্রে বদলাপুর কাণ্ডে প্রতিবাদের মাঝেই এবার নন্দুরবার জেলায় এক স্কুলে যৌন নির্যাতনের শিকার নাবালিকা পড়ুয়া। অভিযোগ এক সাফাইকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত স্কুলের মধ্যে নীল ছবি দেখিয়ে পড়ুয়াকে যৌন নির্যাতন করেছে বলেই অভিযোগ জানিয়েছে পরিবার। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৭ আগস্ট নন্দুরবার জেলায় একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। ওইদিন স্কুলের মধ্যে নাবালিকাকে নীল ছবি দেখিয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত সাফাইকর্মী। স্কুল থেকে বাড়ি ফিরেই বাবা-মাকে জানায় নির্যাতিতা। তড়িঘড়ি থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতেই দেখা গিয়েছে, অভিযুক্ত সাফাইকর্মী নাবালিকার হাতে তার মোবাইল ফোনটি দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সাফাইকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারায় এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদন্ত জারি রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে দ্রুত। প্রসঙ্গত, চলতি মাসেই মহারাষ্ট্রের বদলাপুরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার হয় দুই নার্সারি পড়ুয়া। সেই স্কুলেও অভিযোগ ছিল সাফাইকর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তারির পরেও বদলাপুর কাণ্ডে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্র।