কলকাতা

রাজ্যের প্রশাসনিক পদে বড়সড় রদবদল

ভোটপর্ব শেষ হতেই একদফা রদবদল হয়েছিল। নির্বাচন কমিশনের মনোনীত আধিকারিকদের সরিয়ে নিজের মতো প্রশাসন সাজিয়ে নেওয়ার কাজটা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়ারই প্রলম্বিত ছায়া পড়ল এদিনও বাংলার প্রশাসনে। এদিন নবান্ন থেকে বিজ্ঞপ্তিু জারি করে আমলাস্তরে জোড়া রদবদল করার কথা জানানো হয়েছে। নির্বাচনের আগে নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব ছিলেন সংঘমিত্রা ঘোষ। নির্বাচনের সময় তাঁকে কমিশন সেখান থেকে তুলে এনে বসায় অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার পদে। এদিন তাঁকে ফের নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব পদেই ফিরিয়ে আনা হয়েছে। আবার ওই একই সময়ে কমিশন আরেক আধিকারিক স্মারকি মহাপাত্রকে বসিয়েছিল অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার পদে। এদিন তাঁকে রাজ্যের অর্থদফতরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। বস্তুত এই দুই আধিকারিকেরই নির্বাচন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা খুব একটা ছিল না। তা সত্ত্বেও তাঁদের রাজ্য নির্বাচন কমিশনের দুই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। তা নিয়ে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হলেও তাতে মাথা ঘামায়নি কমিশন। এবার তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েই মুখ্যমন্ত্রী উদ্যোগী হন কমিশনের নিয়োগ করা আধিকারিকদের সরানোর কাজ। সেই কারনেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে সংঘমিত্রা ও স্মারকির ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল নবান্ন। এরপরেই রিলিজ করা হয় ওই দুই আধিকারিককে। এরপরেই নবান্ন থেকে এদিন বিজ্ঞপ্তি জানিয়ে এই দুই আধিকারিকের নতুন পদে নিয়োগের বিষয়টি জানানো হয়।