জেলা

‘গোটা দেশে লুটপাট চালাচ্ছে বিজেপি’, কোচবিহার থেকে তোপ মুখ্যমন্ত্রীর

‘গোটা দেশ লুঠ করছে বিজেপির ডাকাতরা। আর ওদের লোক বলে বেড়াচ্ছে তৃণমূলের সবাই চোর। আমার ৫ টা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয়। যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি এক পয়সাও মাইনে নিই না। সরকারি সার্কিট হাউসে থাকলে ভাড়া দিয়ে থাকি’। কোচবিহারে সরকারি অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। একশো দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। এক তারিখ অবধি অপেক্ষা করব। মানুষ কাজ করে টাকা পাবে না। আর তুমি অট্টালিকায় থাকবে তা হবে না। ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত যারা, তাদের নিয়ে আমি আলাদা মিটিং করব’। উল্লেখ্য, পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহার ছাড়াও শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সোমবারও স্বাস্থ্য, পর্যটন, পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তর সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।