কলকাতা

‘ধর্ষণ করলেই ফাঁসি, নয়া আইন করতে ১০ দিনের মধ্যে বিল আনছে রাজ্য সরকার’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধর্ষণ করলেই ফাঁসির সাজা হবে৷ এই মর্মে আইন করতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার৷ আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে এই বিল পাস করা হবে বলে এ দিন মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘খুনি, অত্যাচারী, ধর্ষণকারীকে কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম। সতর্ক করলাম। ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই। থাকলে সাত দিনে ফাঁসি করতাম। এই একটা কাজ করলেই সব ঠান্ডা হয়ে যাবে।’ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে। ফাঁসির সাজা চাই এই আইন করে, রাজ্যপালের কাছে পাঠাব। রাজা বাবু কিছু না করলে মেয়েরা বসে থাকবে রাজভবনে ঘন্টার পর ঘন্টা। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে বসে থাকলে হবে না।’ আরজি কর কাণ্ডের তদন্তের আসল অভিমুখ বিজেপি ঘুরিয়ে দিতে চাইছে বলেও এ দিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ মামলা হাতে নেওয়ার পর প্রায় ১৬ দিন কেটে গেলেও কেন সিবিআই কাউকে গ্রেফতার করতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ গতকালের নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷ পাশাপাশি, মমতা হুঁশিয়ারি দিয়েছেন, বাংলার উপরে কোনও অত্যাচার হলে তিনি মেনে নেবেন না৷ মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, গতকালের নবান্ন অভিযানে যাতে প্রাণহানির ঘটনা ঘটে, সেই ছক কষা হয়েছিল৷ কিন্তু পুলিশ সংযত থাকায় সেই পরিকল্পনা সফল হয়নি৷