কলকাতা

‘শহিদ-স্বরাজ দ্বীপের নামকরণ নেতাজি করেছিলেন,’ নাম না করে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ মমতার

নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুকে তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা দেশের নেতা হন, কারোর কাছে সার্টিফিকেট নিতে হয় না। আজকে কেউ নাম কামানোর জন্য বলতেই পারেন আমরা করলাম শহিদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। কিন্তু আদৌ কিন্তু তা নয়। নেতাজি সুভাষ চন্দ্র যখন আন্দামান জেলে গেছিলেন সেলুলয়েড জেল পরির্দশনে সেই সময়ে তিনি করে এসেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু স্বাধীনতার কথা বলেননি। কীভাবে স্বাধীনতা দেশের জন্য নিয়ে আনতে হবে, সেই কথাও বলেছিলেন। প্ল্যানিং কমিশনটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির তৈরি সেই কমিশনটাই তুলে দিয়েছে এখন।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু ২৬শে জানুয়ারি পতাকা তুলে মনে করলেই হবে না। স্বাধীন ভারতের ইতিহাসকে বিকৃত না করে, আসল ইতিহাসটা জানানো উচিত। যদি মানুষ এইটুকু বলার সুযোগ না পান তাহলে কি করে হবে? আজকের দিনে দেশ বড়ো অসহায়। বাংলাকে বাঁচিয়ে রেখেছি। ৩৬৫ দিন বাংলাকে কিছু না কিছু ফেস করতে হয়। আমরা লড়াই করে এসেছি। আমরা লড়তে পারি। অনেকে এজেন্সি এর ভয়ে পালিয়ে যায়। আমরা পালাই না। যত পারো এজেন্সি লাগাও। কিন্তু দেশ টাকে বিক্রি করে দিও না।”