জেলা

ক্ষতিগ্রস্তদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিলেন মুখ্যমন্ত্রী, বললেন ইন্দো-ভুটান রিভার কমিশনে থাকুক বাংলার প্রতিনিধি

ইন্দো-ভুটান রিভার কমিশনে রাখা হোক রাজ্য সরকারের প্রতিনিধি। মঙ্গলবার ধস কবলিত দুধিয়া এলাকা পরিদর্শন ও সেখানে ক্ষতিগ্রস্ত পাহাড়বাসীদের সঙ্গে দেখা করার পর এমনটাই দাবি তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা থেকে সড়কপথে সরাসরি দুধিয়া যান। সেখানে ধসে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন। এছাড়াও প্রত্যেক পরিবারের একজন সদস্য করে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আগামী ১৫ দিনের মধ্যে পরিবারের একজন করে সদস্যদের ওই চাকরিতে নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি দুধিয়াতে বালাসন নদীর উপর অস্থায়ী সেতু ১৫ দিনের মধ্যে নির্মাণের জন্য নির্দেশ দেন পূর্ত দফতরের আধিকারিকদের। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অনীত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার প্রবীণ প্রকাশ-সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।