কলকাতা

পেগাসাস কাণ্ডঃ সুয়োমোটো করে দেশকে ‘বাঁচাতে’ সুপ্রিম কোর্টকে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘দয়া করে দেশ বাঁচান ৷’’ আজ একুশে জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে হাত জোড় করে ঠিক এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ পেগাসাস কাণ্ড দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করলেন তিনি ৷ মমতার আর্তি, পেগাসাস কাণ্ডে হয় স্বতঃপ্রণোদিত মামলা করুক সুপ্রিম কোর্ট, আর সেটা সম্ভব না হলে সিট গঠন করে গোটা টনার নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক ৷ পেগাসাস বিতর্কে তোলপাড় গোটা বিশ্ব ৷ অভিযোগ, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, সাংবাদিক-সহ অসংখ্য মানুষের উপর নজরদারি চালাতে ব্যবহার করা হচ্ছে এই স্পাই সফটওয়্য়ার বা স্পাইওয়্য়ার ৷ পেগাসাসের নজরদারিতে থাকা ব্যক্তিদের যে তালিকা ফাঁস হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে, তাতে প্রশান্ত কিশোরের নামও রয়েছে ৷ পেগাসাস কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, স্পাই সফটওয়্য়ার ব্যবহার করে মানুষের অন্দরমহলে ঢুকে পড়ছে কেন্দ্রীয় সরকার ৷ বেআইনিভাবে ফোন আড়ি পাতা হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর ফোনেও আড়ি পাতা হয়েছে ৷ আর সেই কারণেই নিজের স্মার্ট ফোনের ক্যামেরা কাগজ আর সেলোটেপ দিয়ে ঢেকে দিয়েছেন তিনি ৷ এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই সকলকে ফোনের পিছনে লাগানো কাগজের সেই তাপ্পিও দেখান মমতা ৷ পাশাপাশি, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, প্রশান্ত কিশোর-সহ তাঁর পরিচিত সাংবাদিকদের ফোনও ট্যাপ করা হচ্ছে বলেও সরাসরি অভিযোগ করেন তিনি ৷ তৃণমূল সুপ্রিমোর সাফ কথা, পেগাসাস সফটওয়্য়ার ব্যবহার করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে একমাত্র দেশের বিচারব্যবস্থাই সকলকে রক্ষা করতে পারে ৷ একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই হাত জোড় করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে কার্যত কাতর গলায় আর্তি জানান মমতা ৷ তাঁর আবেদন, পেগাসাস কাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হোক ৷ খতিয়ে দেখা হোক, কাদের কাদের মোবাইল হ্য়াক করে তথ্য চুরি করা হচ্ছে ৷ শীর্ষ আদালতের বিচারপতিদের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন, ‘‘আপনারা কি স্বতঃপ্রণোদিত মামলা করতে পারেন না ? আপনাদের উপরে সকলের ভরসা আর বিশ্বাস রয়েছে ৷ হয় আপনার স্বতঃপ্রণোদিত মামলা করুন ৷ অথবা একটা সিট গঠন করে দিন ৷ সেই সিট আপনাদেরই তত্ত্বাবধানে গোটা ঘটনা তদন্তে করে দেখুক ৷’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, ক্ষমতায় টিকে থাকতেই ইজ়রায়েলি সংস্থার তৈরি স্পাই সফটওয়্য়ার ব্যবহার করছে নরেন্দ্র মোদির সরকার ৷ তাঁর বক্তব্য, এভাবে মানুষের ব্যক্তিগত পরিসরে উঁকি মারা অন্যায় ৷ একইসঙ্গে, বুঝিয়ে দেন, এটাই বিজেপির সংস্কৃতি ৷ এমনকী, পেগাসাসের সঙ্গে মোদি সরকারের যোগসাজশ বোঝাতে নতুন স্লোগানও হাজির করেন মমতা ৷ বলেন, ‘‘পেগাসাস- ফেরোসাস, নরেন্দ্র মোদির নাভিশ্বাস ৷’’