দিন দিন দেশে বাড়ছে সংক্রমণ। এজন্য অনেকেই দেশের পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনকে দায়ী করেছেন। তাঁদের মতে, এই জন্যই লাগামছাড়া করোনা পরিস্থিতি। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা আশঙ্কা করলেন, এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইবে মোদি সরকার। যে কোনও সময় তাই বন্ধ করে দিতে পারে নির্বাচন। কারণ বাংলায় তাঁরা হারছে, দাবি মমতার। এদিন হুগলির চুঁচুড়ার সভা করতে গিয়ে মমতা বললেন, ‘কেন ৮টি দফায় নির্বাচন করা হচ্ছে বাংলায়? দু’ দফাতেই নির্বাচন হয়ে যেত। কী চায় বিজেপি? কিন্তু ওদের কোন চালাকি বাংলায় চলবে না। কোভিড হয়েছে বলে এখন নির্বাচন বন্ধ করতে চাইবে বিজেপি। কিন্তু এই চালাকি চলবে না। নির্বাচন যখন শুরু হয়েছে, তখন শেষ করতে হবে।’ চুঁচুড়ায় বিজেপি–র প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁকে এক হাত নিতেও ছাড়লেন না নেত্রী। বললেন, ‘বিজেপি একটা চোরেদের পার্টি। বাবুল সুপ্রিয়, লকেটের বিরুদ্ধে কোনও মামলা হয় না। লকেট আসলে সারদার গলার লকেট। বিজেপি যদি এতই ভাল দল হয়, তাহলে এখানকার স্থানীয় প্রার্থী খুঁজে পেল না কেন? বিজেপি–র তো নিজেদের কোনও প্রার্থীই নেই।’