দেশ

ত্রিপুরার আগরতলার জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা

মঙ্গলবার ত্রিপুরার আগরতলার জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে তৃণমূলকে শেষ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেস বর্তমানে মহীরুহ বলে জানান নেত্রী। রাজ্যের শাসকদলের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। যা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিল তৃণমূলের একাধিক নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে সরব হয়েছিলেন। মঙ্গলবার ত্রিপুরা থেকে আরও একবার এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। এদিন ত্রিপুরার আগরতলার জনসভা থেকে তিনি বলেন, ‘ঘাসকে কখনও শেষ করা যায় না। এখন আমরা বড় বৃক্ষ হয়ে গিয়েছি। এখন আর আমাদের শেষ করা যাবে না।’ আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষকে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান মমতা। বাংলায় পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে তাঁর নেতৃত্বাধীন সরকার। সবুজ সাথী থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রসঙ্গ তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু, ত্রিপুরার পড়ুয়ারা কিছুই পায় না বলে তোপ দাগেন তিনি। এদিন বক্তব্যের শুরুতে বাংলার সঙ্গে ত্রিপুরার সাদৃশ্যের কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী। তিনি জানান, ত্রিপুরা

ও বাংলার সংস্কৃতি এক। বেশভূষা, খাওয়া-দাওয়া, কথাবার্তা- সবই এক বলে উল্লেখ করেন মমতা। ত্রিপুরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সভা থেকে বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে নিশানা করেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি, সিপিএম আর কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়াই করে, প্রার্থী দেয়।’ এই দলগুলি বাংলায় এক রাজনীতি আর ত্রিপুরায় আরেক রাজনীতি করে বলে জানান তিনি। ত্রিপুরার প্রাক্তন শাসকদল সিপিএম কংগ্রেসের বিটিম বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। বাংলার প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না বলেও এদিন সরব হন তিনি। বাংলার গরীব মানুষের টাকা না দিয়ে বঞ্চনা করছে বিজেপিশাসিত কেন্দ্র সরকার। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, বাংলা থেকে কেন্দ্র জিএসটি টাকা তুলে নিয়ে যায়। ১০০ দিনের কাজের টাকা দেয় না যে দল তাদের ভোট চাইবার কোনও অধিকার আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, ‘এখনও আমি লড়াই করি কারণ আন্দোলনে আমার জন্ম’। সারা দেশে বেকারত্ব বেড়েছে বিজেপি শাসিত সরকারের আমলে, এদিন তা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, বাংলায় বেকারত্ব কমেছে। ত্রিপুরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,  ‘যখন কংগ্রেস করতাম তখন ওয়ার্ডে-ওয়ার্ডে ঘুরে বেড়াতাম।‘ ত্রিপুরার সঙ্গে বাংলার বেশভূষা, খাওয়া-দাওয়া, কথাবার্তা- সবই এক বলে মন্তব্য করেন তিনি। ত্রিপুরার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান। তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যুব সমাজের কাছে আবেদন জানান তৃণমূল নেত্রী।