কর্ণজোড়ায় দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। মালদা থেকে আজই সেখানে গিয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কর্ণজোড়া থেকে দুই জেলার জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর মিলিয়ে মোট ৩৮টি প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর দিনাজপুরে ৭০ কোটি ৪৭ লাখ টাকার ১৫টি প্রকল্পের শিলান্য়াস হচ্ছে। এর পাশাপাশি ১৬৩ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের ৩০টি প্রকল্পের উদ্বোধন হবে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলায় ১০৭ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের ২৩ প্রকল্পের শিলান্যাস। এবং ১৩৭ কোটি ৪৩ লাখ টাকা মূল্যের ৪২টি প্রকল্পের উদ্বোধন হবে। তিনি এও জানান, বালুরঘাট জেলা হাসপাতালের এমআরআই ইউনিটের কাজ শুরু হবে। ৪টি শাঁওতালি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিকের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এদিন মুখ্যসচিব জানান, বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্য়াস অনুষ্ঠান রয়েছে। দক্ষিণ দিনাজপুরে ৪২টি প্রকল্প রয়েছে। খরচ হচ্ছে ১৩৮ কোটি টাকা। ২৩টি প্রকল্পের শিলান্যাস রয়েছে। এদিন বিধায়কদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি প্রকল্পের সুবিধা যাতে জনগণ পায় তা দেখুন।’ এরপরেই বিধায়কদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে প্রচুর খরচ হচ্ছে। এখন দু’বছর কিছু চাইবেন না।’ এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাস্তা-সেতু নির্মাণে খরচ কয়েক কোটি টাকা খরচ করা হবে। মৎস্যজীবী কার্ড ও আর্টিসান কার্ড চালু হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই সভা থেকেই মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। ফের ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হবে। সেই সঙ্গে প্রশাসনিক বৈঠক থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র টাকা দেয় না, কোভিডে সব বন্ধ। সরকারি প্রকল্পের টাকা কোথা থেকে আসবে ভাবতে হবে। কোনও আর্নিং নেই, সব বার্নিং।’