জেলা পুজো

দিঘায় রথযাত্রার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

নারকেল ফাটিয়ে, চন্দনের গুঁড়ো ছড়িয়ে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিঘায় রথযাত্রা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আরতিও করেন তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যারা ব্যারিকেডে দাঁড়িয়ে আছেন, ব্যারিকেডে যে দড়িটা আছে, সেই দড়ি কিন্তু জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথের সঙ্গে স্পর্শ করা আছে। আপনার ব্যারিকেডে স্পর্শ করা ওই দড়িটাই ছুঁতে পারলেই, মনে রাখবেন, সবাই আপনারা রথযাত্রার দড়ি আপনারা ছুতে পারছেন।’ দিঘার পুরনো জগন্নাথ মন্দিরের পাশেই মাসির বাড়ি। প্রায় ১ কিমি দূরে মাসির বাড়িতে যাবে ৩ ভাই বোন।  প্রথমে রয়েছে বলরামের রথ। সেই রথের দড়িতে টান পড়তেই, একে একে এগোয় শুভদ্রা ও জগন্নাথের রথ। দিঘাতেও জগন্নাথের রথের নাম ‘নন্দীঘোষ’। গোটা রাস্তাটাই ব্যারিকেড করা রয়েছে। কিন্তু ব্যারিকেড টপকে যাতে কেউ আসতে না পারে, সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রথের দড়ি ব্যারিকেড ছুঁয়ে যাবে।