কলকাতা

‘কথায় কথায় লোকের চাকরি খাবেন না’, নাম না করে বিচারপতিদের প্রতি আর্জি মুখ্যমন্ত্রীর

 দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে বহু যুবক যুবতীর। সেই আবহে চাকরিহারাদের প্রতি সহমর্মিতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতা রাখার সময় নাম না করে তিনি বিচারপতিদের প্রতি আর্জি জানান, কথায় কথায় লোকের চাকরি খাবেন না। মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে ঋষি অরবিন্দের মূর্তি উন্মোচন করার পর মঞ্চে বক্তৃতা রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই সময় মঞ্চে উপস্থিত বিচারপতি সুব্রত তালুকদার। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বক্তৃতা রাখার সময় মুখ্যমন্ত্রী আদালতের নির্দেশে চাকরিহারাদের কথা তুলে ধরেন। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, চাকরি চলে যাওয়ার পর আত্মহত্যা করছেন অনেকে। জলপাইগুড়িতে সম্প্রতি আত্মহত্যা করেছেন একজন। এই খবর দেখার পর আমার মন ভালো নেই। একটা ছেলে চাকরি করে পরিবারের দেখভাল করে। বাবা মাকে দেখভাল করে। তাই কথায় কথায় চাকরি না খাওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “কালই শুনেছি দুজন আত্মহত্যা করেছে। চাকরি পেয়ে অনেকে সংসার করেছে। বাড়িতে মা, স্ত্রী আছে। হঠাৎ করে চাকরি চলে গেলে খাবে কি?”  এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী আবেদন জানান, “যারা অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু একটা সুযোগ তো দিন। এমন অন্তত ব্যবস্থা করুন যাতে তারা আবার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে।”