মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম আলো দাও প্রকাশ পেল। মুখ্যমন্ত্রী জানান, তাঁর অজান্তেই সেই গানটি রেকর্ড হয়ে যায়। পাশাপাশি কবিতা নামের একটি নতুন বইও প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে অনুরোধ করব, পুজোর সময়ে স্টলে বইগুলি রাখুন। একাধিক বই লেখা হয়েছিল। বিশেষ করে যে সব বই থেকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে জানা যাবে। সংগ্রাম, আন্দোলন, দেশ সম্পর্কে জানতে এই বই গুলো পড়ুন। তরুণ প্রজন্ম এই বইগুলি থেকে পড়ে অনেক কিছু জানতে পারবেন। আমার সংক্রমণ অনেক কমেছে। আমাকে অনেক সংগ্রাম এই ১৫ দিন করতে হয়েছে। জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে লড়াই করেছি। আমার অপারেশনের পরে সংক্রমণ হয়। পায়ে সমস্যা হয়েছে, কয়েকদিনে সেরে যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্ররোচনা আর উত্তেজনায় পা দেবেন না। কয়েকটা লোক কি বলল, শুনবেন। কিন্তু ইগনোর করবেন। দেবী হল আমাদের মা। দেবী দুর্গাকে আবাহন করুন। ধর্ম আপনার আপনার, উৎসব সবার। কোনও বিদ্বেষ নয়। সবাই আমরা এক।