খেলা

‘ফাইনাল কলকাতা-ওয়াংখেড়ে হলে আমরাই জিততাম’, গেরুয়া ভোগীদের নয় ত্যাগীদের রং, তোপ মমতার

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভায় কেন্দ্রীয় সরকারকে একাধিক বিষয়ে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিশ্বকাপ ফাইনাল আহমেদাবাদে হওয়া নিয়েও কটাক্ষ করেন তিনি। কারও নাম না করে বিশ্বকাপে ভারতের হার নিয়ে তুমুল কটাক্ষ তৃণমূল সুপ্রিমো বললেন, ‘‘ভারতের ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরাই জিততাম। আমরা এত ভাল খেলি। সব গেরুয়া করে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে…..মনে রাখবেন পাপ ছাড়ে না বাপকে। ভারত সব ম্যাচ জিতেছে৷ শুধু যে ম্যাচে পাপিষ্ঠরা গেল সেটাই জিততে পারল না৷’’ রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন, এখানে ঠিক কাদের নিশানা করতে চেয়েছেন মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতের ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরাই জিততাম। আমরা এত ভাল খেলি। সব গেরুয়া করে দিয়েছে। এরপরেই প্রবল খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “করব আমরা, তোমরা গেরুয়া রং লাগাবে। গেরুয়া তোমাদের নয়। গেরুয়া ত্যাগীদের, ভোগীদের নয়।”’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেট্রো স্টেশনের রং গেরুয়া করে দিচ্ছে। আমাদের চিঠি দিচ্ছে। বলছে সুস্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করে দিতে হবে। আমি বলেছি ভাগ, টাকা দিতে হবে না। আর তো তিন মাস আয়ু। ১, ২, ৩ এবার বিদায় দিন। একটা বিল পাশ করতে দেয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। আমি নিজে গিয়ে কথা বলেছিলাম। তারপরেও সব আটকে। রাজ্য সরকারের টাকায় খাবেন, পুরস্কার দেবেন আর কালারফুল লাইফ কাটাবেন। আর বিল পাশ করতে দেবে না। যেন সব হিটলার একটা।” তিনি আরও বলেন, “ভিতুর দল একটা। আমি জোটের নাম দিলাম ইন্ডিয়া। পরের দিন ওরা ভারত বলা শুরু করেছে। আরে আমরাও তো ভারত বলি। মোদি বাবু সংবিধান বদলাবেন কি করে?