কলকাতা

৪৪ হাজার ২০৩ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি শীঘ্রই, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে এই মর্মে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩০ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেককে আইন মেনে চলতে হয়। সংবিধান মেনে চলতে হয়। আইনের বাইরে গিয়ে আমরা যদি নিজেদের মতো করি, সেটা অন্যভাবে কোর্ট নিতে পারে। আমরা রিভিউ পিটিশন করেছি। সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে। আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন করেছি। আগের অর্ডার যদি আমরা বহন না করি তাহলে যদি ওরা বলে তোমরা অর্ডার মানোনি, সব বাতিল। এটা আমরা চাই না। আমরা সুপ্রিম নির্দেশ অনুযায়ী চলব। তিনি আরও বলেন, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ মে-র মধ্যে নোটিফিকেশন বের করব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২৪২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই শূন্যপদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। এ ছাড়া সরকার আরও কিছু নতুন পদ তৈরি করেছে। নবম ও দশম শ্রেণির জন্য ১১৫১৭টি শিক্ষক পদ তৈরি হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য নতুন শিক্ষক পদ তৈরি হয়েছে আরও ৬৯১২টি। এ ছাড়া গ্রুপ সি পদে নতুন ৫৭১ এবং গ্রুপ সি পদে নতুন ১০০০টি পদ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে ৪৪২০৩টি শূন্য পদে নিয়োগ করা হবে। তিনি আরও বলেন, গ্রুপ-সির জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি হচ্ছে। ৫৭১টি পদ। গ্রুপ ডির জন্য অতিরিক্ত হাজার করা হচ্ছে। মোট শূন্য পদ ৪৪ হাজার ২০৩। নবম-দশম শ্রেণির জন্য ২৩২১০ শিক্ষক নিয়োগ করা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১২৫১৪ জন শিক্ষক নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ২৯৮৯ জনকে এবং ৫৪৮৮ জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এদিন মমতা বলেন, যাঁদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। তাঁরা অন্য বিভাগে যোগদিতে পারেন, কোর্ট বলেছে। শিক্ষা বিভাগে লোক প্রয়োজন। ঘর পরিষ্কার, ঘণ্টা বাজানোর লোক নেই। অতিরিক্ত গ্রুপ সি, ডি নিচ্ছি। ওরা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন। তবে আলাদা ভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠক বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা ছাড়া সরকারের কাছে উপায় ছিল না। তবে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করে রেখেছে। রিভিউয়ের সুযোগ সব সময় খোলা রয়েছে। যত ক্ষণ রিভিউ না হচ্ছে, বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে।