রেড রোডে ঈদের নমাজে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপর সেই মঞ্চ থেকেই বিজেপি সরকারের উদ্দেশে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা জানান, তিনি জীবন দিয়ে দেবেন তবে দেশ ভাগ হতে দেবেন না। তাঁর বক্তব্য, ‘কারও কথা শুনবেন না। আমরা ভাগ চাই না।’ বাংলায় শান্তি চান মমতা। এদিন রেড রোডের মঞ্চ থেকে মমতা বলেন, ‘এটা এপ্রিল মাস। এক বছর পর দেশে নির্বাচন। লোকতন্ত্র চলে গেলে, সব চলে যাবে।’ মমতা অভিযোগ করেন যে বিজেপি সংবিধান বদলে ফেলছে। মুখ্যমন্ত্রীর দাবি, সংখ্যালঘু ভোট ভাগ করতে চাইছে বিজেপি। ঠিক করুন কাকে আনবেন। এককাট্টা হলে চব্বিশে গদিচ্যুত হবে মোদী সরকার। বাংলায় এনআরসি নয়। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে রেড রোডে ইদের অনুষ্ঠান মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দেশের সংবিধান-ইতিহাস বদলাতে চাইছে মোদী সরকার। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, ‘মুসলিম ভোট ভেঙে দেবে বলে প্রচার করছে কোনও কোনও পার্টি। যা খুশি তাই করছে। কোনও ভাবেই বাংলায় অশান্তি বরদাস্ত করবে না তাঁর সরকার। তিনি আরও বলেন, মাথা ঝোঁকাব না। বাংলা বিহার-উত্তরপ্রদেশ নয়। বিলকিস এখানে করা যাবে না।আমাদের সকলের বিরুদ্ধে লড়াই করতে হয়। এজেন্সির বিরুদ্ধেও লড়তে হচ্ছে।’