১৩ ডিসেম্বর গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল-কংগ্রেসের একজন প্রবীণ নেতা তাঁর গোয়া সফরের বিষয়টি নিশ্চিত করেছেন । আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন ৷ তার আগে এটি হবে তাঁর দ্বিতীয় গোয়া সফর । এর আগে গত অক্টোবরেই গোয়া সফর করেছিলেন তিনি । এবার দলীয় সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে থাকবেন ৷ সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ৷ কলকাতায় এসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি ৷ তাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল ৷ তারপরেই গোয়ার রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন মাত্রা ৷ অক্টোবরে তিন দিনের গোয়া সফরে গিয়ে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । তাঁর উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি ও পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু, তারকা টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজরা।