কলকাতা

শিল্পে বিনিয়োগ টানতে মুম্বইয়ে উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী, বৈঠক করবেন আদিত্য-পাওয়ারের সঙ্গেও

মুম্বই যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরেই মুম্বই রওনা দিয়েছেন তিনি। তার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি মুম্বই যাচ্ছি মিটিং আছে। বক্তৃতা দেওয়ার জন্য আমায় ডেকেছেন। বিজিবিএস (মুম্বইয়ের শিল্প সম্মেলন) আছে। মুম্বইয়ে তরুণ শিল্পপতিদের সম্মেলনে যোগ দিতে মুম্বইয়ে যাচ্ছেন ৷ তাছাড়া বাংলার শিল্প সম্মেলনের জন্যও তিনি শিল্পপতিদের আমন্ত্রণ জানাবেন ৷ করোনা পরিস্থিতি বন্ধ ছিল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস ৷ সেই সম্মেলন এবার শুরু হচ্ছে ৷ কিন্তু করোনার ভয় যে এখনও যায়নি সেকথা মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, মহামারীর ভয়ে কিছু না করলে অর্থনীতি তো থেমে থাকবে না ৷ তাই সমস্ত নিয়ম মেনে সম্মেলন হবে ৷ মানুষকে সতর্ক থাকতে হবে ৷ এই সফরে প্রশাসনিক কর্মসূচির সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যসাধনও করবেন মমতা ৷ তিনি বলেন, উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু উদ্ধব অসুস্থ। ডাক্তার দেখা করার অনুমতি দিচ্ছে না। ওঁর ছেলে, আদিত্যর সঙ্গে দেখা হবে, সঞ্জয় রাউতও থাকবেন। আমি সিদ্ধি বিনায়ক মন্দিরে যাব। শরদ পাওয়ারের সঙ্গে দেখা করব।” এবারের সফরে তিনি যাবেন সিদ্ধি বিনায়ক দর্শনে ৷ গত সপ্তাহে নয়াদিল্লিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সফর শেষের আগের দিনই জানিয়েছিলেন যে ৩০ নভেম্বর তিনি মুম্বই সফরে যাবেন ৷ সেই মতো তিনি এদিন তিনি জানান,আগে তিনি জানিয়েছিলেন যে মুম্বইয়ে শিবসেনার নেতা তথা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন ৷ কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উদ্ধব অসুস্থ ৷ তাই চিকিৎসকদের পরামর্শ মতো তিনি (উদ্ধব) কারও সঙ্গে দেখা করছেন না ৷ তাই তাঁর সঙ্গে দেখা করতে আসবেন আদিত্য ঠাকরে৷ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, আজ, মঙ্গলবার রাত ৮ টায় ওই বৈঠক হবে ৷ তিনিও ওই বৈঠকে উপস্থিত থাকবেন ৷ অন্যদিকে আগামিকাল এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এছাড়াও এবার তিনি মুম্বইয়ে পুলিশ মেমোরিয়াল যাবেন ৷ দর্শক করবেন সিদ্ধিবিনায়কও ৷ তাছাড়া মুম্বইয়ে নাগরিক সমাজের সঙ্গেও বৈঠক রয়েছে ৷