ভোটের মুখে হঠাৎই মুখ্যমন্ত্রীর পঞ্জাব সফর৷ ২১ ফেব্রুয়ারি, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনই পঞ্জাব যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রাথমিক ভাবে এই কর্মসূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলেও জানা গিয়েছে৷ তবে কেন তিনি পঞ্জাব সফর করছেন, তা অবশ্য স্পষ্ট করে এখনও জানা যায়নি৷ সূত্র মারফত যে খবর মিলেছে, তাতে বলা হয়েছে ২১ ফেব্রুয়ারি পঞ্জাবে যাবেন মুখ্যমন্ত্রী৷ সেখানে স্বর্ণমন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁর৷ বলা হয়েছে, সেখানে গিয়ে আপ নেতাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকা নিয়ে সরব হলেও কোথাও আম আদমি পার্টি ও তৃণমূল নীতিগত দিক থেকে মিলে গিয়েছে৷ কারণ, একদিকে তৃণমূল যেমন ঘোষণা করেছে, পশ্চিমবঙ্গে তারা একাই লড়বে, তেমনই আপও জানিয়েছে, পঞ্জাবে কংগ্রেসকে আসন ছাড়া হচ্ছে না৷ ইতিমধ্যেই কংগ্রেস তাদের সুর বারবার নরম করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই আঞ্চলিক দলগুলিকে নিয়ে লোকসভা নির্বাচনে লড়ার জন্য সওয়াল করে এসেছেন। জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব ফের বেড়েছে। তাই লোকসভা নির্বাচনের আগে আপ নেতাদের সঙ্গে বৈঠক নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান বি হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই এবার পঞ্জাবে গিয়েই সেখানকার আঞ্চলিক দল অর্থাৎ আপের নেতাদের সঙ্গে বৈঠক অন্তত সেই ইঙ্গিতই তুলছে।