রাজ্যের মৎস্যচাষীদের জন্য সুখবর। তাঁদের জন্য ৩টি নতুন প্রকল্প নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি অর্থবর্ষের মধ্যে ২৭০টি মৎস্য উৎপাদক গোষ্ঠীকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে। যে নতুন ৩টি প্রকল্প নিয়ে আসা হচ্ছে সেগুলি হল – মিশ্র মৎস্যচাষ, মাগুর মৎস্যচাষ এবং শিঙি মৎস্যচাষ। এই প্রকল্পের সুবিধা একমাত্র সেই সমস্ত মৎস্যজীবীরাই পাবেন, যাঁরা কোনও একটি মৎস্য উৎপাদক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। রাজ্যের মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন তিনটি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এক একটি গোষ্ঠীতে ন্যূনতম আটজন এবং সর্বাধিক ২০ জন সদস্য থাকতে হবে। প্রতিটি মৎস্য উৎপাদক গোষ্ঠীর ন্যূনতম ১৫ বিঘা অথবা ৫ একর জলা থাকতে হবে। এক্ষেত্রে একসঙ্গে ১৫ বিঘা জমি না থাকলেও চলবে।